ডক্টর ফস্টাস// বই আলোচনা

 



বইঃ 

মূলঃ ক্রিস্টোফার মার্লো

অনুবাদঃ খোন্দকার মোস্তাক আহমেদ সুহাস

প্রচ্ছদঃ ফ্রেন্ডস বুক কর্ণার

প্রকাশকঃ নূর আলম চৌধুরী 

মুদ্রিত মূল্যঃ ৬০৳

"ডক্টর ফস্টাস" মার্লোর তথা ইংরেজি সাহিত্যের এক অমর সৃষ্টি। রেনেশাঁস যুগের এই নাটকটি উচ্চাভিলাসী মানুষকে শিখিয়েছে স্রষ্টার শ্রেষ্ঠত্ব যার কাছে মানুষের ক্ষমতা তুচ্ছ।

রেনেশাঁসের শিক্ষা হচ্ছে মানুষের সম্ভাবনা অসীম এবং ভাগ্য নয় মানুষই পৃথিবীর কেন্দ্রবিন্দু- এমনই এক মন্ত্রে উদ্বেলিত নাটকের প্রধান চরিত্র। বহু দর্শনে পারদর্শীতার পরেও ফস্টাস ছিল অসন্তুষ্ট এবং সেজন্য সে এক রেনেশাঁস প্রতিভূ বিবেচ্য মানসে সর্বজ্ঞ এবং সর্বশক্তিশালী হতে চেয়েছে। ইস্ট ইন্ডিয়ার স্বর্ণ, সমুদ্র গহ্বর থেকে মুক্তা, আমেরিকা থেকে সুস্বাদু ফল পেতে চেয়েছে। নেদারল্যান্ডস থেকে পারমার যুবরাজকে তাড়িয়ে দিতে চেয়েছে। মৃত আত্মাদের জাগ্রত করতে চেয়েছে। তার এইসব ইচ্ছায় যোগান দিতে আবির্ভাব হয় শয়তানের সহচর মেফিস্টোফিলিসের। তার প্রলোভনে সে আশ্রয় নেয় যাদুবিদ্যার। তার অন্তরে ক্রমাগত চলে শুভ ও অশুভ আত্মার দ্বন্দ্ব। অশুভ আত্মার জয়গানে মূর্ছিত ফস্টাস শয়তান সম্রাট লুসিফারের চুক্তিপত্রে রক্ত সাইন করে নরকে জায়গা করে নেয়। কিন্তু তখনও তার ভিতরকার শুভ আত্মা ফিরে আসার আহবান করতে থাকে। কিন্ত শেষ মুহূর্তে ফস্টাসের আর ফিরে আসা হয় না।


লেখকঃ মুনীরা ফেরদৌসী, জেড.  এইচ. সিকদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Previous Post Next Post

نموذج الاتصال