জলরঙা কাব্য’র বই আলোচনা// সাধনা সাহা

 


বইঃ- জলরঙা কাব্য

লেখকঃ- মুনীরা ফেরদৌসী
প্রকাশকঃ- খন্দকার রাশেদুল ইসলাম
সিরিজ সম্পাদকঃ-ভিক্টর কে. রোজারিও
প্রকাশনাঃ-ভাষালিপি
পরিবেশকঃ-ভাষাচিত্র
প্রচ্ছদঃ-সারজাত সৌম্য
প্রথম প্রকাশঃ-একুশে বইমেলা ২০২২
মুদ্রিত মূল্যঃ- ৫০ টাকা
প্রেম রঙিন,ভালবাসা স্বপ্নময়। স্বপ্নের মাধুরী মিশিয়ে প্রেমের রঙে রাঙানো থাকে প্রতিটি মানুষের জীবন। কখনো, কখনো কারো জীবন থেকে প্রেম, ভালবাসা হারিয়ে যায়। তখন জীবনটা হয়ে ওঠে জলরঙা! জলের রঙে জীবন প্রবাহিত হলে যে কষ্ট, বেদনা জমে ওঠে তেমনি কিছু কষ্ট, কিছু বেদনা, তার সংগে প্রেম ভালবাসা মিলিয়ে মিশিয়ে একাকার করে মনের অতলে জেগে ওঠা অনুভূতিগুলো কবি মুনীরা ফেরদৌসী তার "জলরঙা কাব্য" নামক কাব্যগ্রন্থটিতে তুলে ধরেছেন।
"তোমাকে ভালবাসার পাপে আর পাপিষ্ঠ হবো কেন!
তুমি তো অন্য কারো হয়ে গেছো।
বিশ্বাস করো আমার একটুও কষ্ট হয়নি,
আমার একটুও কষ্ট হয় না।"
মনের কোনে চাপা দেওয়া বেদনারা হাহাকারে জর্জরিত না হয়ে কি সুন্দর কাব্যধারায় ঝরে পড়ছে কবির লেখনীর যাদুর পরশে। তিনি অনেক আশাবাদী কবি। তাইতো তিনি জীবনকে দেখেন বিভিন্ন ভাবে, জীবনের বদলে যাওয়া রংগুলো, ভাব গুলো এমন কি বদলে যাওয়ার প্রবনতা গুলোও তাকে প্রচন্ড ভাবে ভাবায়। হয়তো এই ভাবনা গুলোর মাঝেই তিনি খুঁজে পান কবিতা লেখার রসদ। তেমনি এক হতাশার ক্ষণে তিনি লিখেছিলেন তার "আত্মক্ষরণ" কবিতায়,
"নিরুপমার চোখে আজ ভীষণ খরা,
বর্ষা আসে না এখানে, বান ডাকে না শ্রাবণে
বৃষ্টি লিখে না কবিতা, হিয়া আাঁকে না
সেই অমোঘ প্রেমের নিটোল ছবিটা।"
আবার হয়তো কোন মাহেন্দ্রক্ষণে তার মনের অলিগলিতে নিরুপম প্রেমের উদ্ভাসিত জোয়ারে ভেসে ভেসে মনের কোনে কোন চাওয়া এসে ভিড় জমায়। তখন হয়তো তার কলমে উঠে আসে বলিষ্ঠ উচ্চারণ হয়ে,
"একরাশ কাশফুলের শুভ্রতা কিংবা
ভেজা কদমের মাদকতা, দিতে পারো না আমায়?
বুকপাঁজরে আমি তো সমুদ্র এঁকে রেখেছি,
শুধু তোমার ঢেউ হবার অপেক্ষায়। "
তিনি নবীনা। সামনে তার প্রমত্ত জীবন। যে জীবনে থাকবে প্রেম,ভালবাসা! স্বপ্নের রংয়ে আঁকা ক্যানভাসে জীবনের ছবিগুলো হবে রঙিন, স্বপ্নময়। সেই জীবন থেকে উঠে আসা হাহাকার বেদনাগুলো আমায় ভীষন ভাবে ভাবায়। তবে পাঠক ভাববেন না, এ কাব্য তার জীবনধারা। হয়তো সমাজের অসংগতি গুলো তাকে এ কাব্যিকধারায় চলতে পথ দেখিয়েছে।
প্রিয় পাঠক, এমনি অনেক চাওয়া, পাওয়া, হতাশা, বেদনা, প্রেম ভালবাসার এক অভূতপূর্ব সংমিশ্রনে তিনি সৃষ্টি করেছেন তার এই কাব্যধারা। সেই অনুভূতির আবেদন জানতে হলে, বুঝতে হলে অবশ্যই বইটা আপনাদের পড়তে হবে। কে বলতে পারে নতুন এই নবীনার "জলরঙা কাব্য" হয়তো আপনাদের মনের মাঝে রঙিন এক কাব্যধারা হয়ে বিরাজ করবে আজীবন। প্রিয় পাঠক, হয়তো তাই তিনি তার লেখার মাধ্যমে আপনাদের কাছে জানিয়েছেন তার হৃদয়ের আকুতি,
"আমার নামে একটা কবিতা লিখবে তুমি?
শুধু দু লাইনে,
যেখানে থাকবে না কোনো হাসাহাসি,
থাকবে না কোনো রেষারেষি।
থাকবে শুধু জীবন কথন
যা ছিল ব্যাথার মতোন।"
ধন্যবাদ সবাই কে।
যারা মেলায় যেতে পারেন নি তারা এই বইটি অর্ডার করতে পারেন রকমারি ডটকমে।

লেখক পরিচিতি:
সাধনা সাহা।

Previous Post Next Post

نموذج الاتصال