গ্রিসের অমর পৌরাণিক কাহিনী//বই আলোচনা

 


 বইঃ 

লেখকঃ আহসানুল হক

প্রকাশকঃ ফ্রেন্ডস বুক কর্ণার

প্রচ্ছদ ও অঙ্গসজ্জাঃ শেখ আফজাল হোসেন

প্রকাশকালঃ জানুয়ারি, ২০০৬

মুদ্রিত মূল্যঃ ১০০৳

বইটির নাম দেখে নিশ্চয়ই এর বিষয়বস্তু ধারণা করা যাচ্ছে। হ্যাঁ, গ্রিসের পৌরাণিক কাহিনী কমবেশি আমরা সবাই জানি। বিশ্ব সংস্কৃতি ও বিশ্ব সাহিত্যের এক মূল্যবান অংশ হল এই পৌরাণিক কাহিনী গুলো যা মিথস নামেই বেশি পরিচিত।

পৃথিবীর সব দেশ, সব জাতির মধ্যেই ছড়িয়ে আছে নানা রঙের রূপকথা। এসব রূপকথার অনেকগুলোই সেকালে ধর্মকথা বলেও প্রচলিত ছিল। সময়ের বিবর্তনে এমন অনেক ধর্মবিশ্বাস পৃথিবী থেকে লোপ পেয়েছে। শুধু কাহিনী গুলোই বেঁচে আছে তাদের নানা অাকর্ষণীয় গুণের জন্য। এদের মধ্যে প্রচীন গ্রীসের পৌরাণিক কাহিনী বিশেষ মনোলোভা। 

ইতিহাসের প্রভাতকালে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিসে সভ্যতার শিখা যেন চারদিক আলো করে একেবারে ঝলসে উঠে। কবিতা ও নাটক লেখা, মূর্তি গড়া ও সুদৃশ্য দালানকোঠা তৈরিতে তারা যেমন কৃতিত্ব দেখায়, তেমনি তারা দক্ষতা লাভ করে বিজ্ঞান ও ইতিহাস চর্চায় এবং দার্শনিক চিন্তা-চেতনায়। সমাজ ও দেশ গড়ার কাজে তাদের সাফল্য সবাইকে তাক লাগিয়ে দেয়।

অতীত ঘটনাবলীর স্মৃতি, প্রকৃতি সম্পর্কে তাদের ধারণা, কল্পনাশক্তি আর জীবন সম্পর্কে তাদের জ্ঞান-অভিজ্ঞতা মিশিয়ে তারা গড়ে তুলেছে একের পর এক কাহিনী। এককালে এগুলো কে তারা সত্য এবং ধর্মকথা বলে বিশ্বাস করত। ক্রমে তাদের সে বিশ্বাস লোপ পেলেও কাহিনী গুলো রয়ে গেছে মিথস হয়ে। জুপিটার, জুনো, প্রমিথিউস, প্যানডোরা, মিনার্ভা, ভেনাস, এপোলো, অর্ফিউস- এদেরকে নিয়ে রচিত হয়েছে অপূর্ব কথকতা।

বইটিতে ২৪ টি কাহিনী রয়েছে। 

বইটি ছোট বড় সকলের পাঠোপযোগী। গ্রিক মিথস বা রোমান মিথস সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে বইটি সংগ্রহে রাখতে পারেন। 

#পাঠ_প্রতিক্রিয়া 

একটু কিছু বলতেই হবে। বইটি পড়েছিলাম ক্লাস সিক্সে লুকিয়ে বাবার আলমারি থেকে। সেই সময় এই রূপকথা প্রাণ ছুঁয়ে গেছে। পরবর্তীতে ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে এর ধারণা বেশ কাজে দিয়েছে। তাই একে আমি এখনো প্রথম প্রেমের মত আগলে আছি 

লেখকঃ মুনীরা ফেরদৌসী, জেড.  এইচ. সিকদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Previous Post Next Post

نموذج الاتصال