বেহুদাই কান্দে//সাইফুল ইসলাম সজিব

 

প্রভূর নাম জপ রে মন পাইয়া হারাইলা অমূল্য রতন শিল্প,সাহিত্য, সবই বিথা যদি না ঠিক থাকে,পাক জবানের কথা। এই জবানের বিচার হবে বিচারের বেলায় বিদ্যা-বুদ্ধি, বিনষ্ট করলি হেলায়-খেলায় ভাতের সাধ মিটেনা চিরা বা মুড়িতে কি রাখলি তুই মূল্যবান ঝুড়িতে..? সময় ও সাধনা একই সুতায় গাথা কাউরে ব্যাথা দিয়ে, বলিওনা হক কথা সাবধানতার শেষ নাই,ছন্দে ছন্দে বলে যাই মানিলে মানিছ ভাই,না মানিলে নাই।

লেখক পরিচিতি:  সাইফুল ইসলাম সজিব শিক্ষানবিশ আইনজীবী, শরীয়তপুর জেলা জজ কোর্ট। আইন বিভাগে লেখাপড়া করেছেন জেড.এইচ.সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর হতে। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের অভিযাত্রা ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে।
Previous Post Next Post

نموذج الاتصال