বইঃ বৃষ্টি বিলাস
লেখকঃ হুমায়ুন আহমেদ।


ভাঙ্গা একটা চেয়ার দিয়ে গল্পের শুরু। শামা। গল্পের নায়িকা। শান্তশিষ্ট মেয়ে শামা। দেখতে শ্যামলা তবে সুন্দরী। যার বিয়ে ঠিক হয় বাবার অফিসের একটি ছেলের সাথে। ছেলেটার নাম আতাউর। সাধারণ একটি ছেলে। খুব বেশী বিশেষত্ব নেই ছেলেটার। তবু আস্তে আস্তে ভাল লাগতে শুরু করে শামার ছেলেটিকে! ছোট বোন এশা সেজে বেশ ক'বার কথাও বলে টেলিফোনে সে ছেলেটির সাথে। . আবার অন্যদিকে, বন্ধুর বিয়েতে গিয়ে পরিচয় হয় সুদর্শন বিত্তবান আরেকটা ছেলের সাথে শামার। পরিচয় পর্বটা একটু অন্যরকম। এই সুদর্শন বিত্তবান আর বুদ্ধিমান ছেলেটিও চায় রুপবতী সরল এই মেয়েটিকে আপন করে! শামার পরিবারও তখন আগের সেই সাধারণ ছেলেটির পরিবর্তে বিত্তবান ছেলেটিকেই পছন্দ করে বসে। . ঠিক এমন সময়, শামার কাছে পৌঁছায় সেই সাধারণ ছেলেটির একটি অসাধারণ চমকে দেয়া চিঠি! জানতে পারে শামা এক লোমহর্ষক করুন কাহিনী। একটি বার হাত ধরার অনুরোধ জানায় শামাকে সেই সাধারণ অসহায় ছেলেটি।

এখন...... কি করবে শামা? 

বিত্তবান ছেলেটিকে আপন করে নিবে?

নাকি ভালবেসে ধরবে সেই সাধারণ ছেলেটির হাত? 

যার সাথে হবে বৃষ্টি বিলাস....

বই আলোচক: তনয়া সুলতান বুশরা, শরীয়তপুর সরকারি কলেজ

Previous Post Next Post

نموذج الاتصال