মফিজ নামকরণের ইতিহাস

 গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্পশিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ। তাঁর শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রয় করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা-গাইবান্ধা রুটে বাসটি চালু করলেন।  গরীব দরদী মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন।  এক সময় বয়সের ভারে মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালনো শুরু করলেন।  কিন্তু দিনমজুর শ্রেনীর লোকেরা ভাড়াসাশ্রয়ের জন্য তাঁর বাড়িতে ধর্না দেয়া শুরুকরলো। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেয়ার ব্যবস্হা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন। তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপার ভাইজার বলতেন কয়জন মফিজ আছো ছাদে? অথাৎ কয়টা মফিজের স্লিপ আছে? আর এ ভাবে গরীবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয়। আজ আমরা ঠাট্রাকরে অনেকে 'মফিজ' শব্দটি উচ্চারণ করি।


তথ্য সুত্র: http://www.parbatipurbarta24.com/2018/01/1001.html

(সংক্ষেপিত এবং মুল প্রবন্ধের মন্তব্য অংশ বাদ দেয়া হয়েছে। তথ্য সম্পর্কে দায় দায়িত্ব www.parbatipurbarta24.com এর)
Previous Post Next Post

نموذج الاتصال