অতুল প্রসাদ সেন এর সাহিত্য কর্ম

 লেখক পরিচিতি: 

অতুল প্রসাদ সেন! একাধারে কবি, গীতিকার ও গায়ক।

তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। বাংলা সঙ্গীতের প্রধান পাঁচজন স্থপতির একজন বলা হয় তাকে। বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তকও তিনি।‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!’ ছোটবেলায় এই বাংলা পাঠ্যবইয়ে এই কবিতা পড়েননি এমন কেউ নেই। এমনই অনেক মধুর গীতিকাব্যের রচয়িতা অতুল প্রসাদ সেন ।

১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তাঁর জন্ম। তাঁদের আদি নিবাস ছিল ফরিদপুরের দক্ষিণ বিক্রমপুরের মগর (বর্তমান নড়িয়ার মগর) গ্রামে।                  আরও জানুন


অতুল প্রসাদ সেন এর কবিতা:

    
Previous Post Next Post

نموذج الاتصال